প্রজিত সুহাস চন্দ্র, নোয়াখালী প্রতিনিধি 6 February 2021 , 5:44:52 প্রিন্ট সংস্করণ
নোয়াখালীর কবির হাট উপজেলার চাপরাশি হাট বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারের আর্থিক সহায়তা দিয়েছে নোয়াখালী জেলার যুবসমাজের আইকন তরুণ উদ্দোমী রাজনৈতিক ব্যাক্তিত্ব সাবাব চৌধুরী।
শুক্রবার কবির হাট উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ গ্রহন করেন তিনি ।পরে চাপরাশি হাট বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারের মাঝে নগদ ২৫০০০ টাকা করে দশজন ক্ষতিগ্রস্ত দোকানদারের মাঝে মোট দুই লাখ পন্ঞাশ হাজার টাকা বিতরণ করেন তিনি।এ সময় তার সাথে উপস্থিত ছিলেন চাপরাশি হাট ইউনিয়নের চেয়ারম্যান জনাব টিটু , বাবু সুনিল চন্দ্র পাল , বাটোয়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন, ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান মুনাফ, ছাত্র লীগ নেতা বিপ্লব ও সাহাদাত সহ এই এলাকার নেতা কর্মীরা।
জনাব সাবাব চৌধুরী নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও কবির হাট উপজেলা চেয়ারম্যান কামরুন্নাহার শিউলি একরাম এর সুযোগ্য পুত্র ।ইতি মধ্যে সাবাব চৌধুরী নোয়াখালীতে একজন দায়িত্বশীল নেতা হিসেবে সকলের মাঝে পরিচিতি লাভ করেছে। জনাব সাবাব চৌধুরী নোয়াখালীতে মানুষের সুখে দুঃখে অবিরাম কাজ করে যাচ্ছে বলে জানান এলাকার মানুষ।
প্রসঙ্গত কিছুদিন আগে চাপরাশি হাট বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দশটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।