আব্দুল মালেক, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: 8 September 2020 , 6:58:01 প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে অবশেষে দায়সাড়াভাবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হল। জেলা প্রসাশকের সাথে উপজেলা নির্বাহী অফিসার জুম মিটিংএ যুক্ত থাকায় আগামী দুই একদিনের মধ্যে দিবসটি পালন করা হবে বলে জানান। এ সংক্রান্ত সংবাদ পাঠানো হয়েছে, এমন খবর জানার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিকেল ৪.২০ মিনিটে নামেমাত্র সাক্ষরতা দিবস পালনে সংক্ষিপ্ত আলোচনা সভা আয়োজন করেন। এমন তাড়াহুড়ো করে কর্মসূচি পালনের খবর ছড়িয়ে পড়লে অফিস পাড়ায় মুখরোচক আলোচনা সৃষ্টি হয়।
জানা গেছে, ৮ সেপ্টেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস সারাদেশের ন্যায় উলিপুরেও পালিত হওয়ার কথা থাকলেও বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ সংক্রান্ত কোন প্রস্তুতি লক্ষ্য করা যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির কাছে জানতে চাইলে তিনি জানান, জেলা প্রসাশকের সাথে অনলাইনে জুম মিটিংএ যুক্ত থাকায় দিবসটি পালন করা সম্ভব হয়নি। তবে নিয়ম না থাকলেও আগামী দুই একদিনের মধ্যে দিবসটি পালন করবেন বলেও জানান তিনি। এ সংক্রান্ত সংবাদ পাঠানো হয়েছে, এমন খবর পাওয়ার পর, উপজেলা নির্বাহী অফিসার তার সিদ্ধান্ত থেকে সড়িয়ে এসে তাড়াহুড়ো করে দায়সাড়াভাবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে নামেমাত্র সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেন। এসময় তাড়াহুড়ো করতে গিয়ে সাক্ষরতা দিবসের ব্যানারে সাক্ষরতা বানানেই ভুল করেন!
উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সাথে পরবর্তীতে আবারো যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রথমে আগামী দু একদিনের মধ্যে সাক্ষরতা দিবসটি পালন করার কথা বলেছিলাম, কিন্তু পরবর্তীতে তাৎক্ষনিকভাবে বিকেল সাড়ে চারটার দিকে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু বলেন, চিঠি-পত্র না পাওয়ায় দিবসটি পালনের উদ্যোগ নেয়া হয়নি বলে জেনেছি। তবে বিকেল চারটায় আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।