সারাদেশ

আটোয়ারীতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল ও নগদ অর্থ প্রদান

  বাবলুর রশিদ বাবলু, (পঞ্চগড় জেলা) প্রতিনিধি 8 November 2020 , 5:04:28 প্রিন্ট সংস্করণ

আটোয়ারীতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল ও নগদ অর্থ প্রদান

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের ত্রিশুলিয়া গ্রামের ৭টি হিন্দু পরিবারকে আর্থিক সহ বিভিন্ন কাপড় দিয়ে হিন্দু ছাত্র সংগঠন বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের সদস্যদের নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শীত বস্ত্র ও ৩টি দিনমজুর পরিবার নগদ অর্থ দিয়ে সহযোগিতা করা হয়। উক্ত সংগঠনের যুগ্ম সম্পাদক মিঠুন জানান পরিবারের স্বপ্ন ও বাঁচার অবলম্বন কে মহূর্তেই ধ্বংস করে দিয়েছে আগুনের নির্মম লেলিহান শিখা।

স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ত্রিশুলিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা পল্লি চিকিৎসক পুরন্জয় বর্মনের বাড়ীর রান্নাঘর হতে আগুনের সুত্রপাত ঘটে, মহূর্তেই আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ভয়ংকর রুপ ধারন করে ছড়িয়ে পরে পাশের বাড়িগুলোতে। আগুনে পুড়ে নিঃস্ব হয়ে পরে দিনমজুর কৃষ্ণ বর্মন, বিপ্লব বর্মন, হাতাসু ও বাতাসু বর্মন। আগুন নিভে গেছে, কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারদের কান্না ও আর্তনাদ।

তাদের এই আর্তনাদের কথা শুনে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট আটোয়ারী উপজেলা শাখার আহ্বায়ক, ধরনীকান্ত বর্মন ও যুগ্ম আহ্বায়ক, মিঠুন চন্দ্র বর্মন,বাবু উত্তর কুমার। সদস্য রতন বসাক, আলোয়াখোয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক, অচিন্ত চন্দ্র সিংহ, সহ সাধারণ সম্পাদক, গনেশ চন্দ্র সিংহ ও ৫ উপজেলার হিন্দু ছাত্র মহাজোটের সদস্যদের নিয়ে উক্ত স্থানে গিয়ে ক্ষতিগ্রস্থ ৭টি পরিবারের মাঝে শীত বস্ত্র ও ৩টি দিনমজুর পরিবার নগদ অর্থ দিয়ে সহযোগিতা করা হয়। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট আটোয়ারী উপজেলা শাখার সদস্যদের কাছে নগদ অর্থ ও শীতের কম্বল পেয়ে খুব খুশি হয়।

 

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।