কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি 9 November 2020 , 6:39:36 প্রিন্ট সংস্করণ
আট বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে জয়নাল মিয়া (২৮) ওরফে পাদু নামে এক লম্ফটকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাত আটটার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই লম্পটের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের বইল্লাপাড়া গ্রামে।
এ ঘটনায় শিশুটির বাবা সাইয়াদার রহমান লম্পট জয়নালকে আসামী করে থানায় মামলা দায়ের করলে পুলিশ সোমবার সকালে তাকে নীলফামারী জেলহাজতে প্রেরন করে।
মামলা সূত্রে জানা গেছে, রবিবার বিকাল সারে ৫ টার দিকে শিশুটি তার বাবার হলুদ ক্ষেত দেখে বাড়িতে ফিরছিল। এসময় লম্পট জয়নাল মিয়া শিশুটির হাত ধরে টেনে হলুদ বাড়িতে নিয়ে গিয়ে শরীরে হাত দেয় এবং ধর্ষনের চেষ্টা করে। সংবাদ পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের একটি টিম রাতেই লম্পট জয়নালকে আটক করে থানায় নিয়ে আসে।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় জয়নালের বিরুদ্ধে শিশুটিকে যৌন হয়রানী করার কারণে মামলা হয়েছে ।