সারাদেশ

আড়াইহাজার ভোটার ভোট দিতে চায় অন্য ইউনিয়নে

  আনোয়ারুল ইসলাম, (পার্বতীপুর উপজেলা) প্রতিনিধি 16 September 2020 , 6:39:41 প্রিন্ট সংস্করণ

আড়াইহাজার ভোটার ভোট দিতে চায় অন্য ইউনিয়নে

দিনাজপুরের পার্বতীপুরে মমিনপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্রায় আড়াই হাজার ভোটার পার্শ্ববর্তী মন্মথপুর ইউনিয়নের সাথে অন্তর্ভুক্ত হয়ে ভোট প্রদানের দাবি জানিয়ে জেলা নির্বাচন অফিসার বরাবর পৃথক দু’টি স্মারকলিপি দিয়েছে।

স্মারকলিপিতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্বেই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানানো হয়। স্মারকলিপি দু’টিতে উল্লেখ করা হয়েছে, পার্বতীপুর উপজেলার ৬ নম্বর মমিনপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর গোবিন্দপুর গ্রামের জনসংখ্যা প্রায় ৭ হাজার। এরমধ্যে ভোটার ২ হাজার ৪০০ জন। উত্তর গোবিন্দপুর মৌজায় রেল স্টেশন, ব্যাংক, স্কুল-কলেজ, কো-অপারেটিভ রাইচমিল, ডাকঘর, খাদ্যগুদামসহ ১০টি প্রতিষ্ঠান রয়েছে। মন্মথপুর রেল স্টেশন, মন্মথপুর খাদ্য গুদাম, জনতা ব্যাংক মন্মথপুর শাখা, মন্মথপুর কো-অপারেটিভ রাইচ মিল, মন্মথপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়, মন্মথপুর আইডিয়াল ডিগ্রি কলেজ, মন্মথপুর ডাকঘর, ১৯৪০ সালে স্থাপিত মন্মথপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ সকল প্রতিষ্ঠানই মমিনপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর মৌজায় অবস্থিত। অথচ প্রতিষ্ঠানগুলোর নাম ও পরিচিতি ২ নম্বর মন্মথপুর ইউনিয়নের নামে।

তাছাড়া উত্তর গোবিন্দপুর মৌজা থেকে ৬ নম্বর মমিনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ৬-৭ কিলোমিটার দুরে। আর ২ নম্বর মন্মথপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় মাত্র ২ কিলোমিটার দুরে। উত্তর গোবিন্দপুর মৌজা তথা গ্রামের লোকজন পারিবারিক, সামাজিক, ব্যবসায়িক সহ সকল কর্মকান্ড মন্মথপুর নামে সম্পন্ন করে থাকে।

কাগজে-কলমে মমিনপুর ইউনিয়ন পরিষদের অধীনে উত্তর গোবিন্দপুর মৌজা হিসেবে উল্লেখ থাকলেও বাস্তবে তা মন্মথপুর এলাকা হিসেবে পরিচিত। এলাকার পরিচিতি, ভোটাধীকার প্রয়োগ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, যোগাযোগ সহ সবধরণের কর্মকান্ড মন্মথপুর রেল স্টেশনের নিকটবর্তী হওয়ায় এ মৌজার লোকজন মন্মথপুর ইউনিয়নের অধীনে ভোটার হতে এবং থাকতে ইচ্ছুক।

স্মারকলিপিতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্বেই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানানো হয়। দিনাজপুর জেলা নির্বাচন অফিসার বরাবর স্মারকলিপিটি দেওয়া হয় গত ২ সেপ্টেম্বর।

এর আগে ২৭ আগস্ট পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। উত্তর গোবিন্দপুর গ্রামবাসীর পক্ষে স্মারকলিপি দু’টিতে স্বাক্ষর করেছেন সুশীল চন্দ্র রায় ও মাহফুজুর রহমান।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।