সারাদেশ

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এসডিজি ফোরাম ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত

  নাহিদ জামান, রূপসা (খুলনা) প্রতিনিধিঃ 28 September 2020 , 10:54:00 প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এসডিজি ফোরাম ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এসডিজি ফোরাম এর ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত। রূপান্তর বাস্তবায়িত এসডিজি প্রকল্পের আওতায় আজ বিকাল ৪.০০ টায় রূপান্তর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এর সভাপতিত্বে ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। এসডিজি ফোরামের ৫৭ জন সদস্য, সভায় অংশগ্রহণ করেন। সভায় জেলা এসডিজি ফোরামের আহবায়ক ও অধ্যাপক আনোয়ারুল কাদির এর সঞ্চালনায় সূচনা বক্তৃতা করেন রূপান্তর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। দিবসটির তাৎপর্য বর্ননা করেন অধ্যাপক আনোয়ারুল কাদির। সভায় ফোরাম নেতৃবৃন্দের ম‌ধ্যে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন রূপসা উপজেলার, সাংবাদিক চিত্তরঞ্জন সেন, সাংবাদিক, কৃষ্ণ গোপাল সেন, মামুনুর রশিদ, শচীন্দ্রনাথ মন্ডল, রূপসা উপজেলা এসডিজি ফোরামের সাধারন সম্পাদক জুলফিকার আলী, এসএম মাহাবুবুর রহমান, তাপস কুমার বিশ্বাস, মোঃ আবু জাফর, প্রতাপ ঘোষ, অধ্যাপক মজিদ খান।রূপান্তরের সুবল ঘোষ টুটুল সভায় দি এশিয়া ফাউন্ডেশন এর পক্ষে ইকবাল মাহমুদ পরামর্শমূলক আলোচনা করেন।

এছাড়া অন্যান্যের মধ্যে এসডিজি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এসএম মঞ্জুরুল ইসলাম, এমএন্ডই অফিসার ফারাহ-বি-তাবাসসুম, প্রজেক্ট অফিসার গোলাম মোস্তফা,বিপুল রায়, ধনঞ্জয় সাহা, মাসুদ রানা, আরটিআই ফ্যাসিলিটেটর ফাতেমা তুজ জোহরা ও তাসলিমা তাবাসসুম উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।