রংপুর

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে ভ্যানের শোভাযাত্রা ও পথ সভা অনুষ্টিত

  তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ 6 December 2020 , 6:27:36 প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে ভ্যানের শোভাযাত্রা ও পথ সভা অনুষ্টিত

“কমলা রঙের বিশ্বে নারী- বাধাঁর পথ দেবেই পারি” প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল উপলক্ষে ভ্যানের শোভাযাত্রা ও পথ সভা অনুষ্টিত হয়েছে।

এই দিবসটি উপলক্ষে রংপুরের তারাগঞ্জে ইয়ুথ সদস্যদের নিয়ে একটি পথ সভা ও শোভাযাত্রা বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে।

রোববার (৬ডিসেম্বর) উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া স্কুল ও কলেজের মাঠ হতে হাজীরহাট, ফরিদাবাদ, কুটিপাড়া, ডারারপাড় একটি শোভাযাত্রা বের হয়ে একই স্থানে মিলিত হয়।

ক্রিয়েটিং স্পেসেস প্রকল্পের কমিউনিটি ও ইয়ুথ দলের সদস্যরা ওই অংশ নেন। উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল জলিল, পল্লীশ্রীর ক্রিয়েটিং স্পেসেস্ প্রকল্পের প্রজেক্ট অফিসার লাজিনা আক্তার প্রমুখ ।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।