সারাদেশ

আবারও পুলিশ আলোচনায় যাত্রীর হারানো টাকা নিয়ে

  মোস্তাক আহমেদ,কাউনিয়া(রংপুর) প্রতিনিধিঃ 14 October 2020 , 7:28:50 প্রিন্ট সংস্করণ

আবারও পুলিশ আলোচনায়  যাত্রীর হারানো টাকা নিয়ে

রেল পুলিশ এক অসহায় মহিলা যাত্রীর হারানো টাকা উদ্ধার করে আলোচনায় এসেছে। গতকাল বুধবার সকাল লালমনি এক্সপ্রেসে আসার পথে কাউনিয়ার হত
দরিদ্র ফিরোজা বেগমকে ঢাকায় এক বাসার মালিক তাকে ১ লাখ ২০ হাজার টাকা দেয়। ওই টাকা নিয়ে আসার পথে মহিলার
টাকা খোয়া যায়। পরে কাউনিয়া রেল ষ্টেশনে এসে তিনি কান্না কাটি শুরু করলে রেল ফাঁড়ির পুলিশ তড়িৎ লালমনির হাট
গামী ওই টেনে কর্মরত লালমনির হাট বিভাগীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ডিএলও) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ওই ট্রেনের ট নং বগির এক ছিটের নিচ থেকে টাকা উদ্ধার করে।

পরে লালমনির হাট রেল থানায় ফিরোজা বেগকে ডেকে নিয়ে তার হাতে হারানো টাকা ফেরত দেয়। ফিরোজা বেগম কাউনিয়া উপজেলার গেদ্দ বালাপাড়া গ্রামের মজিবর রহমানের স্ত্রী। পুলিশের এহেন কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।