ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর নেওয়াজ বলেন, ঘটনার দিন সকাল ৬টার দিকে উপজেলা প্রশাসনের কর্মচারীদের কাছে থেকে খবর পেয়ে দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে যাই চিকিৎসা দেওয়ার জন্য। এসময় বাড়িতে উপস্থিত হয়ে দেখেছি ইউএনও মহোদয় একাই বিছানায় অচেতন হয়ে পড়েছিলেন। কিন্তু তার একমাত্র সন্তানটি সেসময় সুস্থ ছিল ও নিচে মেঝেতে বসে সে খেলা করছিল। বাচ্চাটিকে কোনও আঘাত করেনি তারা। একইসঙ্গে বাচ্চাটির রিঅ্যাক্ট করার মতো কোনও বিষয় দেখিনি। সে সুস্থ আছে।

উল্লেখ্য, শিশুটির বাবা রংপুরের পীরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত। ফলে তিনি নিজের কর্মস্থলে ছিলেন ঘটনার সময়।