পবিত্র ঈদউল ফিতরে ৩য় পর্যায়ে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে রংপুরের তারাগঞ্জে সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ এপ্রল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া, কৃষি কর্মকর্তা ঊর্মি তাবাসসুম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার সহ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক প্রথম আলো তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল ইসলাম মিয়া, আহবায়ক বিপ্লব হোসেন অপু সহ সকল সাংবাদিকগণ প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া জানান, পবিত্র ঈদউল ফিতর উপলক্ষে সারা দেশের ন্যায় রংপুরে ৬৭৫টি ঘর আগামী ২৬ এপ্রিল তারাগঞ্জ উপজেলার ১শ ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ঘর দেওয়ার শুভ উদ্বোধন ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে বিগত দিনে ৩শ ভূমিহীনদের মাঝে ঘর দেয়া হয়েছে। সামনে ‘ঈদ উপলক্ষে নতুন ঘর প্রধানমন্ত্রীর উপহার’ হিসেবে দেওয়া ঘর রয়েছে উজিয়াল আশ্রয়ন প্রকল্পে ২২ টি, চিলাপাকে ২৬ টি, চকতাহিরায় ৯টি, হাতিবান্দায় ১৬ টি, শ্যামগঞ্জে ২৭ টি। পরবর্তীতে আরও ৭ টি ঘর বৃদ্ধি করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া।