আব্দুর রহিম (পায়েল) , গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 6 September 2020 , 3:53:47 প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার পিতা ওমর আলী শেখকে হাতুড়ি পেটা ও ধারালো অস্ত্র দিয়ে গুরুত্বর আহতের ঘটনার উত্তর অঞ্চলে সব কয়টি উপজেলায় নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও বাসভবনে নিরাপত্তার স্বার্থে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১ টায় গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও বাসভবনে সামনে চার আনসার সদস্য দায়িত্ব পালন করতে দেখা যায়। ইউএনও অফিস থেকে জানা যায়
ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে গত শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও তার বাসভবনের নিরাপত্তায় চার জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে একজন পিসি, বাকি তিনজন আনসার সদস্য। তাদের মধ্যে দুই জনকে পয়েন্ট থ্রি জিরো থ্রি রাইফেল ও ৪০ রাউন্ড গুলি দেওয়া হয়েছে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও বাসভবনের নিরাপত্তা দিবেন।