সারাদেশ

উলিপুরে অসহায়দের মাঝে বিরানী বিতরণ

  বঙ্গ ডেস্কঃ 3 August 2020 , 3:26:31 প্রিন্ট সংস্করণ

উলিপুরে অসহায়দের মাঝে বিরানী বিতরণ

কুড়িগ্রামের উলিপুরে বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ঢাকা মহানগর
নোটারি ক্লাবের উদ্যোগ বিরানী‘র প্যাকেট বিতরণ করা হয়েছে।

সোমবার (৩আগস্ট) দুপুরে উপজেলার খামার বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন প্রবা‘র সহযোগীতায় ১ হাজার বন্যা দুর্গত
পরিবারের মাঝে বিরানীর প্যাকেট বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন,  ওসি মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান
রেজাউল করিম আমিন, প্রবা‘র মহাসচিব আসাদুল হক, পরিচালক কামরুল
হাসান জুয়েল, মাহফুজার রহমান বুলেট, আফজাল হোসেন, রামু সরকার,
রোকনুজ্জামান মনা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওঃ রেফাকাত
হোসেন, সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তুমুল আমিন প্রমূখ।

উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশী (প্রবা) নামের সংগঠনটি এ অঞ্চলে বিভিন্ন
প্রাকৃতিক দূর্যোগে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগীতা করে আসছে। প্রবাসে থেকেও জন্মভূমির প্রিয় দেশের মাটি
ও মানুষদের কথা ভোলেনি তারা।

আরও খবর

Sponsered content