আব্দুল মালেক, উলিপুর (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ 10 November 2022 , 5:40:38 প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫’শ গ্রাম গাঁজাসহ লিটন মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে উপজেলা তবকপুর ইউনিয়নের তবকপুর সরদার পাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই মশিউর রহমান-১ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মাদক ব্যবসায়ী লিটন মিয়াকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫’শ গ্রাম গাঁজাসহ তার বাড়ি থেকে আটক করে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলাতে প্রেরন করা হয়েছে।