
কুড়িগ্রামের উলিপুরে স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে আহত জয়গুন বেগম নামে এক গৃহবধু মারা গেছেন। ঘটনাটি ঘটেছে, রবিবার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মিয়াজীপাড়া গ্রামে। নিহত গৃহবধু ওই গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে ওই গ্রামের সরজ উদ্দিনের পুত্র আলম বাদশা ও তার স্ত্রী শিউলী বেগমের মধ্যে পারিবারিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। এসময় প্রতিবেশি মোজাম্মেল হকের স্ত্রী জয়গুন বেগম (৪৪) উভয়কে নিবৃত্ত করার চেষ্টা করেন। ঘটনার এক পর্যায়ে আলম বাদশার হাতে থাকা বাঁশের লাঠি স্ত্রী শিউলী বেগমের দিকে ছুঁড়ে মারলে লক্ষ্যভ্রষ্ট হয়ে জয়গুন বেগমের মাথায় লাগে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে আসলে চিকিৎসক ওই গৃহবধুর মাথায় ৬টি সেলাই দেন। এঘটনার পরের দিন রবিবার সকালে ওই গৃহবধু মারা যান। খবর পেয়ে পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ সময় আলম বাদশা পালিয়ে গেলে তার পিতা সরজ উদ্দিনকে(৫৫) আটক করে পুলিশ।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অালম বাদশার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হবে।