অভিযুক্ত মিজানুর রহমান মারামারির বিষয়টি অস্বীকার করে বলেন, বাপের সম্পদের ভাগ বোনদের মাঝে বন্টন করা হয়েছে। কিন্তু সেটা তাদের মনঃপূত হয়নি। এ অভিযোগ ভিত্তিহীন। তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, বিষয়টি পারিবারিক। উভয়পক্ষের সঙ্গে কথা বলে আপোষ মিমাংসা করে দেয়া হবে। এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমিয়াজ কবির বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।