প্রতিনিধি 5 August 2020 , 11:36:57 প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে শোকাবহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন এর রোগ মুক্তি কামনা করে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে এম এ মতিন কারিগর কৃষি কলেজ হল রুমে বাংলাদেশ কৃষক লীগ উলিপুর পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কৃষক লীগ উলিপুর পৌর শাখার আহ্বায়ক কামরুল ইসলাম জুয়েল। এতে বক্তব্য রাখেন, কৃষক লীগ উপজেলা শাখার আহ্বায়ক ভবেশ চন্দ্র পাল, যুগ্ম আহ্বায়ক আসাদুল হক, রোকনুজ্জামান মনা সদস্য গাজিউর রহমান, মাহফুজুর রহমান বুলেট। এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম বুলবুল, সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, হারুন-অর-রশিদ লিটন, রামু সরকার, আফজাল হোসেন প্রমুখ।