আব্দুল মালেক 20 August 2020 , 4:32:00 প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোছাঃ নূর-এ-জান্নাত রুমি। বৃহস্পতিবার সকালে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি দায়িত্বভার গ্রহন করেন। তিনি উলিপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোঃ আব্দুল কাদের‘র স্থলাভিষিক্ত হলেন।
উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পরপরই বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের ফুল দিয়ে বরণ করে নেন। এর পরপরই বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
জানা যায়, গত ১০ আগস্ট রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা স্বাক্ষরিত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলির আদেশ জারী করেন।
তিনি ৩০তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হিসেবে অন্তর্ভুক্ত হয়ে ২০১২ সালে কর্মজীবনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন।
দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, পুর্বের ইউএনও‘র সুচিত কাজের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করতে চান। উলিপুর উপজেলাকে নতুন রূপে সাজানোর কথাও জানালেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নূর-এ-জান্নাত রুমি। তিনি আরো বলেন, আমি উলিপুর উপজেলাকে সমৃদ্ধ করতে বদ্ধ পরিকর। এই করোনাভাইরাসের মাহারীতে উপজেলার মানুষকে নিরাপদে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো।
উল্লেখ্য, তিনি এরপূর্বে সুনামের সহিত বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।