বঙ্গ ডেস্ক 17 August 2020 , 1:00:55 প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে নানার বাড়ী বেড়াতে এসে সাব্বির হাসান (৪) নামে এক শিশুর সলিল সমাধি হয়েছে। ঘটনাটি ঘটেছে, রবিবার দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জলাংঙ্গারকুঠি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের সরকার পাড়া গ্রামে মঞ্জু মিয়ার স্ত্রী রুজিনা বেগম শিশু সন্তান সাব্বিরকে নিয়ে উপজেলার
বুড়াবুড়ি ইউনিয়নের জলাংঙ্গার কুঠি গ্রামে বাবা রঞ্জু মিয়ার বাড়িতে বেড়াতে যান।
রবিবার সকালে শিশুটি সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে স্বজনরা অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
বুড়াবুড়ি ইউপি সদস্য ফেরদৌস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।