বঙ্গ ডেস্ক 19 July 2020 , 8:04:08 প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে, রবিবার বিকেল ৩টায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের গুনাইগাছ পূর্বপাড়া গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বিকেল ৩টায় সবার অজান্তে ওই গ্রামের মঞ্জু মিয়ার শিশু পুত্র হোসাইন ওরফে লাদেন (৭) সবার অগোচরে বাড়ির পাশের্বর পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন অনেক খেঁাজাখঁুজির পর শিশুটির মৃত্যু দেহ পুকুর থেকে উদ্ধার করে। ইউপি সদস্য আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।