উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 11 September 2020 , 6:24:20 প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ পূঁজা উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-
বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে গোবিন্দজীউ মন্দির চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে আলোচনা
সভায় সভাপতিত্ব করেন, হেমেন্দ্রনাথ রায়। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু-
বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি এস এম ছানালাল বকসী,
বাংলাদেশ পূঁজা উদ্যাপন পরিষদ জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি দুলাল
চন্দ্র রায়, সহ-সভাপতি সুধীর চন্দ্র রায়, অসীম সরকার, সাংগঠনিক সম্পাদক
দীনেশ চন্দ্র সেন, রাজারহাট উপজেলা পূঁজা উদ্যাপন কমিটির সভাপতি
রবি কর্মকার, সহ-সভাপতি উদয় শংকর চক্রবর্তী, সাধারণ সম্পাদক ররি বোস,
সদস্য অমল ব্যানার্জী, নাগেশ্বরী উপজেলা পূঁজা উদ্যাপন পরিষদের সভাপতি
গোপীনাথ রায়, উলিপুর উপজেলা পূঁজা উদ্যাপন পরিষদের সভাপতি
সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সুনীল চন্দ্র চক্রবর্তী প্রমুখ।
উপস্থিত সবার সম্মতিক্রমে উলিপুর উপজেলা পূঁজা উদ্যাপন পরিষদের সভাপতি সৌমেন্দ্র
প্রসাদ পান্ডে গবা ও সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র বর্মন এবং বাংলাদেশ
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পার্থ সারথী সরকার ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বর্মনকে নির্বাচিত করেন।