আব্দুল মালেক 27 August 2020 , 7:43:55 প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধামশেনী ইউনিয়নের পূর্ব দড়িচর সানের পাড় ব্রিজ সংলগ্ন এলাকায় বুড়িতিস্তা নদী দু’পাড়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। ধামশ্রেনী ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফার সুলতানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার নুরে-এ-জান্নাত রুমি, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান, সাংবাদিক পরিমল মজুমদার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সম্প্রতি খননকৃত বুড়িতিস্তা নদীর পাড় সহ জেলার বিভিন্ন উপজেলার অধিগ্রহনকৃত জায়গায় বিভিন্ন প্রজাতীর ৯ হাজার চারা গাছ রোপণ করার কর্মসূচি বাস্তবায়ন করছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, বুড়িতিস্তা নদী খননের ফলে এলাকার জলাবদ্ধতা নিরসন হয়েছে। সেইসাথে বুড়িতিস্তা নদীর গুনাইগাছ ব্রিজ সংলগ্ন এলাকায় বুড়িতিস্তার দুই পাড়ে ওয়াকওয়ে নির্মানসহ সৌন্দর্য্য বন্ধনের গুরুত্ব আরোপ করে বলেন, এর ফলে এলাকার সকল বয়সি মানুষের চিত্ত বিনোদনের সুযোগ সৃষ্টি হবে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান সৌন্দর্য্য বন্ধনের বিষযটি নির্মানসহ চিত্ত বিনোদনের জন্য একটি প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে। অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানান তিনি।