সারাদেশ

উলিপুরে বন্যার্ত পরিবারে চর চ্যারিটি ফর চেঞ্জ’র ত্রাণসামগ্রী বিতরণ

  বঙ্গ ডেস্ক 27 July 2020 , 10:39:57 প্রিন্ট সংস্করণ

উলিপুরে বন্যার্ত পরিবারে চর চ্যারিটি ফর চেঞ্জ’র ত্রাণসামগ্রী বিতরণ

কুড়িগ্রামের উলিপুরে ১’শ ৫০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে সামাজিক সংগঠন চর চ্যারিটি ফর চেঞ্জ এর উদ্যোগে উপজেলার তবকপুর ইউনিয়ন রসুলপুর চুনিয়ারপাড় গ্রামে এসব বন্যার্ত মানুষের মাঝে চিড়া, মুড়ি, গুড়, মোমবাতি ও দিয়াশলাই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রাজু, তবকপুর উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলি আক্তার প্রমূখ।

উল্লেখ্য, প্রায় দেড় বছর আগে কুড়িগ্রামের সাবেক পুলিশ সুপার বর্তমান রংপুর আরআরএফ’র কমান্ড্যান্ট মেহেদুল করিম পিপিএম এর হাত ধরে আত্মমানবতার সেবায় জন্ম নেয় চর চ্যারিটি ফর চেঞ্জ নামের সামাজিক সংগঠনটি।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।