বঙ্গ ডেস্ক 24 July 2020 , 8:37:08 প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে ১’শ ১৫ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।
শুক্রবার দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এসব বন্যার্ত মানুষের মাঝে ২০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া, এক কেজি লবন ও হাফ কেজি চিনি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ওয়াদুদ হোসেন মুকুল, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রাজু, আব্দুর রহমান, আব্দুস সালাম, মমতাজ আলী প্রমূখ।