বঙ্গ ডেস্ক 23 July 2020 , 6:44:08 প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে বানভাসি মানুষের মাঝে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান ।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাতিয়া ইউনিয়নের বাগুয়া অনন্তপুর স্কুল এন্ড কলেজ মাঠে বানভাসি মানুষদের মাঝে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, মেডিকেল অফিসার ডাঃ তাঞ্জিরুল ইসলাম, হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শরীয়তউল্লাহ, স্বাস্থ্য পরিদর্শক নিবারণ চন্দ্র রায়, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাইফুর রহমান, আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা পরিদর্শক হাবিবুর রহমান, স্বাস্থ্য সহকারী মোঃ আব্দুল ওহাব প্রমূখ।