কুড়িগ্রামের উলিপুরে বিশিষ্ট সমাজসেবক ও পৌর আওয়ামী লীগ নেতা আবু তাহের খায়রুল হক এটি(৫২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২০ মে শুক্রবার সৌদি আরব প্রবাসকালীন সময়ে এটি বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। গত ২৭মে সকালে তার লাশ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর আসে। এরপর লাশ বাহী ফ্রিজিং গাড়ী যোগে রাত সাড়ে ৯টায় উলিপুর পৌরসভার জোনাইডাঙার বাড়িতে পৌঁছে। শনিবার সকাল ১০ টায় উলিপুর আলিয়া বহুমুখী আলিম মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে তাকে জোনাইডাঙ্গার জান্নাতুল মাওয়া কবর স্থানে দাফন করা হয়। মৃতকালে পিতা-মাতা, ভাই-বোন, স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, বন্ধু-বান্ধব সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শোক সন্তপ্ত প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার প্রমূখ।