সারাদেশ

উলিপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে গাছের চারা রোপন

  বঙ্গ ডেস্কঃ 17 August 2020 , 3:16:35 প্রিন্ট সংস্করণ

উলিপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে গাছের চারা রোপন

কুড়িগ্রামের উলিপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে ২’শ ২৯টি বনজ, ফজল ও ঔষধি
গাছের চারা রোপন করা হয়েছে। সাম্প্রতি বাংলাদেশ কৃষকলীগ উপজেলা
শাখার উদ্যোগে উলিপুর পাট হাঁটিতে ২’শ ৯টি ও উলিপুর আদর্শ
মহাবিদ্যালয় মাঠে ২০টি গাছের চারা রোপন করেন, সদ্য বিদায়ী সহকারী
কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। এসময় উপস্থিত
ছিলেন, কৃষকলীগ উপজেলা শাখার আহবায়ক ভবেশ চন্দ্র পাল, যুগ্ম আহবায়ক
আসাদুল হক, সদস্য মাহফুজার রহমান বুলেট, পৌর শাখার আহবায়ক কামরুল
হাসান জুয়েল, যুগ্ম আহবায়ক রোকনুদ্দৌলা মনা, সদস্য রামু সরকার,
আফজাল হোসেন, মুক্তা, ফারুক হোসেন, নয়ন মিয়া, ফারুক সরদার, আব্দুল
আজিজ, লিটন মিয়া, উলিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম
রুবেল প্রমূখ।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।