উলিপুর (কুড়িগ্রাম) গ্রতিনিধিঃ 6 September 2020 , 3:20:08 প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে শিশু কল্যাণ বোর্ডের সাথে শিশু সুরক্ষা বিষয়ে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বিল্ডিং বেটার ফিউচার ফর
গালর্স প্রজেক্টের সহায়তায়, সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র
আর্থিক এবং কারিগরি সহযোগিতায়, আরডিআরএস বাংলাদেশ’র
বাস্তবায়নে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা
সমাজসেবা অফিসার মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উলিপুর
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজান আলী, সহকারী
উপজেলা শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম ফারুক, উলিপুর মডেল সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলি, উলিপুর
প্রেসক্লাবের সদস্য আব্দুল মালেক, প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এস এম
আরিফ-উজ-জামান, ফিল্ড ফ্যাসিলিটেটর জুলিয়া খানম জ্যোতি, আমিনুল
ইসলাম প্রমূখ।