বঙ্গ ডেস্কঃ 9 August 2020 , 11:39:14 প্রিন্ট সংস্করণ
এস টিভি‘র কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মাজাহারুল ইসলাম মিলন (৪০) গত শনিবার রাত ৮ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি উলিপুর প্রেসক্লাবের সদস্য আলহাজ্ব নূরবক্ত মিঞার জৈষ্ঠ পুত্র। রবিবার সকাল ১১ টায় উলিপুর উপজেলার তবকপুর বামুনেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী ও ৩ কন্যা, ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এছাড়াও তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং হযরত ফাতেমা (রাঃ) পৌর বালিকা স্কুল ও কলেজে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন উলিপুর প্রেসক্লাবের সাংবাদিক সহ সকল স্তরের মানুষজন ।