আব্দুল মালেক, উলিপুর(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 1 April 2022 , 10:26:20 প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে হা-ডু-ডু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টায় উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মাঠে উইনার স্পোটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন, কামরুজ্জামান কাজল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সোহরাব আলী মোল্লা, পৌর কাউন্সিলর মিনহাজুল ইসলাম বিদেশি।ধামশ্রেণী ইউনিয়ন যুবলীগের সভাপতি এম শফিক পনচুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক প্রনয় সরকার প্রিতম প্রমূখ। খেলায় সেভেন স্টার স্পোটিং ক্লাব ৩৯ পয়েন্টে ও উইনার স্পোটিং ক্লাব ৩৫ পয়েন্ট। সেভেন স্টার স্পোটিং ক্লাব ৪পয়েন্টে উইনার স্পোটিং ক্লাবকে পরাজিত করে।