কুড়িগ্রামের উলিপুরে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সাহেবের আলগা ইউনিয়নে ৩’শ বন্যার্ত পরিবারের মাঝে ১০কেজি চাল, হাফ কেজি করে চিনি, মুসুর ডাল, লবণ, এক কেজি চিড়া, মোমবাতি,গ্যাস লাইট ও সাবান বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জন মজুমদার ভোলা, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হায়দার আলী,সাহেবের আলগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর রশিদ সহ মেডিকেল টিমের সদস্য বৃন্দ।