সারাদেশ

উলিপুরে ৬ বছরের শিশু ধর্ষণের চেষ্টা

  বঙ্গ ডেস্কঃ 13 July 2020 , 5:10:10 প্রিন্ট সংস্করণ

উলিপুরে ৬ বছরের শিশু ধর্ষণের চেষ্টা

কুড়িগ্রামের উলিপুরে ৬ বছরের এক শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে মমিন মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গতকাল রবিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের
করতোয়ার পাড়া গ্রামে।

মামলা ও পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই বিকেলে শিশুটি প্রতিবেশি জমির উদ্দিনের পুত্র মমিন মিয়ার বাড়িতে কবুতর খুঁজতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে মমিন মিয়া তাকে কৌশলে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটির আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।

খবর পেয়ে পুলিশ গত রবিবার সন্ধ্যায় মমিন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

উলিপুর থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে শিশুটির দাদা বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
সোমবার দুপুরে ওই ব্যক্তিকে গ্রেফতার করে হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content