সারাদেশ

উ‌লিপু‌রে ফে‌ন্সি‌ডিল ও হি‌রোইনসহ দুই মাদক ব‌্যবসায়ী আটক

  আব্দুল মালেক 15 September 2020 , 5:54:18 প্রিন্ট সংস্করণ

উ‌লিপু‌রে ফে‌ন্সি‌ডিল ও হি‌রোইনসহ দুই মাদক ব‌্যবসায়ী আটক

কুড়িগ্রামের উলিপুরে অ‌ভিযান চা‌লি‌য়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পু‌লিশ। গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে গত সোমবার গভীর রা‌তে পৌর শহ‌রের পূর্ব বাজার রেল গেট সরদারপাড়া এলাকায় অভিযান চা‌লি‌য়ে তা‌দের আটক করা হয়।

আটককৃতরা হ‌লেন, কুড়িগ্রাম পৌরসভার টাপু ভেলাকোপা এলাকার আজিজুল ইসলামের পুত্র শফিকুল ইসলাম (২৮) ও নাজিরা মিয়াপাড়া এলাকার আব্দুল লতিফের পুত্র সামিউল ইসলাম (২৬)। এসময় তাদের কাছ থেকে ৯৯ বোতল ফেনসিডিল, এক গ্রাম হিরোইন, মাদক কারবা‌রে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও একটি ১৫০ সিসি বাজাজ পালসার মোটরসাই‌কেল জব্দ করা হয়ে।

উলিপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, আটককৃত‌দের বিরু‌দ্ধে মামলা দা‌য়ে‌রের পর মঙ্গলবার দুপু‌রে তা‌দের কু‌ড়িগ্রাম জেল-হাজ‌তে প্রেরণ করা হয়ে‌ছে।

আরও খবর

Sponsered content