তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ 15 November 2020 , 11:43:06 প্রিন্ট সংস্করণ
রংপুর-২ আসনের সাংসদ আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় রবিবার (১৫অক্টোবর) সন্ধ্যায় তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ মিছিল করেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক হারুণ অর-রশিদ বাবুলের নেতৃত্বে ওই আনন্দ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, মহিউদ্দিন আজম কিরণ,দেলোয়ার হোসেন। এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।