বঙ্গ ডেস্ক; 6 September 2020 , 4:44:31 প্রিন্ট সংস্করণ
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দুস্কৃতিকারীদের দ্রুত বিচারের দাবীতে রংপুরের তারাগঞ্জ উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আলী হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান, সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক শহীদুল্ল্যাহ পাটোয়ারী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডেন্ট সভাপতি রেজাউল ইসলাম বাবুল, সম্পাদক গোলাম রব্বানী লাবু, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী প্রমুখ।
বক্তারা ইউএনও’ ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলীর উপর এমন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে অনতিবিলম্বে গ্রেফতারকৃত ও হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করেন।