সারাদেশ

ওয়াহিদা খানম ও তার পিতার উপর হামলার প্রতিবাদে গঙ্গাচড়া উপজেলার সরকারী কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন

  আব্দুর রহিম (পায়েল) , গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 7 September 2020 , 5:49:30 প্রিন্ট সংস্করণ

ওয়াহিদা খানম ও তার পিতার উপর হামলার প্রতিবাদে গঙ্গাচড়া উপজেলার সরকারী কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গঙ্গাচড়া উপজেলার সকল সরকারী কর্মকর্তা-কর্মচারী। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ কর্মস্থলের দাবী জানান হয়। বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারি পক্ষে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিব ফেরদৌস।

বক্তব্যে তিনি বলেন, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর যে হামলা করা হয়েছে তা অত্যান্ত ঘৃণিত ও বর্বরোচিত কাজ। আমরা হামলাকারীদের দ্রæত ও দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবী করছি। সে সাথে সকল কর্মকর্তার নিরাপদ কার্যালয় ও আবাসনের দাবী জানাচ্ছি।

এ সময় সহকারি কমিশনার (ভূমি) শরিফুল আলমসহ বিভিন্ন দপ্তরের কমকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।