সারাদেশ

করোনায় সীমিত আকারে সৈয়দপুরে আশুরা পালন

  মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ, (নীলফামারী জেলা) প্রতিনিধী 30 August 2020 , 2:27:19 প্রিন্ট সংস্করণ

করোনায় সীমিত আকারে সৈয়দপুরে আশুরা পালন

৩০ শে আগস্ট পবিত্র আশুরা আজ। কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার এই দিনটি ধর্মীয়ভাবে বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় ও স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হবে।

এদিন সরকারি ছুটি।হিজরি ৬১ সনের ১০ মহররম (এই দিন) মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তার পরিবার এবং অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। কারবালার ঘটনা স্মরণ করে বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকে। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল রয়েছে। কারবালার শোকাবহ এ ঘটনা অর্থাৎ পবিত্র আশুরার শাশ্বত বাণী সবাইকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায়।

বিদ্যমান করোনা পরিস্থিতির কারণে

সীমিত করা হয়েছে অন্যান্য আয়োজনও।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন,- এখানকার ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলেছি। এবার থাকছেনা তাজিয়া মিছিল। সামাজিক দূরত্ব মেনে যাবতীয় অনুষ্ঠানাদি সম্পন্ন করবেন তারা।এছাড়াও পবিত্র আশুরা উপলক্ষে, সৈয়দপুর শহরের সব মসজিদে থাকছে মিলাদ মাহফিল ও জিকির আজগর। আশুরা উপলক্ষে সৈয়দপুর থানা পুলিশের থাকছে কড়া নিরাপত্তা।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।