সারাদেশ

করোনা জয় করলো কিশোরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক তনা

  কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ 19 August 2020 , 9:45:01 প্রিন্ট সংস্করণ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রেসক্লাবের আহবায়ক আবু হাসান শেখ (হাসান তনা) জয় করলো করোনা। বুধবার (১৯আগস্ট) সন্ধার পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফি মাহমুদ এ নিশ্চিত করেছেন।
তিনি ২৭ জুলাই থেকে জ্বর গলা ব্যাথা নিয়ে অসুস্থ্য হন। ৪ আগষ্ট নমুনা দিলে ৬ আগষ্ট ফলাফল পজেটিভ আসে। তিনি ১৬ দিন বাড়িতে আইসলোশনে ছিলেন। গত ১৭ আগষ্ট ফলোআপ নমুনা দিলে বুধবার তার ফলাফল নেগেটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফি মাহমুদ জানান- তিনি এখন সম্পূর্ণ সুস্থ্য।
সুস্থ্যতার খবর পেয়ে সহকর্মীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ করোনাজয়ীকে ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে করোনা জয়ী আবু হাসান শেখ (হাসান তনা) মহান আল্লাহ তাআলার উপর চিরকৃতজ্ঞতা জানিয়ে বলেন- আল্লাহ’র রহমতে আমি সুস্থ্য হয়েছি। এছাড়া সকলের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।