জালিস মাহমুদ, পিরোজপুর প্রতিনিধি 9 February 2021 , 9:37:49 প্রিন্ট সংস্করণ
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে বরিশাল বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ফেব্রুয়ারী (মঙ্গলবার) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ প্রমূখ।
পরে বিভাগীয় কমিশনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস প্রতিষেধক টিকা কেন্দ্র, উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুথ এবং চিরাপারা ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শন করেন।