সারাদেশ

কাউনিয়ার রাস্তার অভাবে ও জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগ

  বঙ্গ ডেস্ক 21 July 2020 , 9:35:31 প্রিন্ট সংস্করণ

কাউনিয়ার রাস্তার অভাবে ও জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগ

কাউনিয়া উপজেলার শহীদবাগ ৩নং ওয়ার্ডের সাধু ভট্ট গ্রামে একটি রাস্তার অভাবে জলাবদ্ধতায় শতশত মানুষের দুর্ভোগ। এ যেন দেখা কেউ নেই।

সরেজমিনে গিয়ে জানাগেছে স্বাধীনতার আগ থেকে শহীদবাগ ইউপির ৩নং ওয়ার্ডের সাধু ভট্ট গ্রামে এই রাস্তাটি দিয়ে চলাচল করছে প্রায় ৩০টি পরিবারের মানুষজন। রাস্তাটিতে কোন মাটি না কাটায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়ে এই এলাকার মানুষ। এই এলাকার স্কুল কলেজ মাদ্রসা, মসজিদ, হাটবাজারগামী মানুষকে চরম বিরম্বনায় পড়তে হচ্ছে। স্কুল ছাত্র রাকিব ও জান্নাতুন জানায় বৃষ্টির দিনে রাস্তাটি ডুবে গিয়ে হাটু পানি হয়, আমরা চলাচল করতে পারি না। এছারাও দুই পার্শে বাড়ি ঘর করে রাস্তাটি সরু করে ফেলেছে। এলাকার বকুল, ইউসুব জানায় রাস্তা সরু ও জলাবদ্ধতার কারনে স্কুল কলেজ,হাটবাজার,মসজিদে যাতায়তে চরম বিরম্বনায় পড়তে হয়। এমন কি কোন মানুষ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়ার মতো রাস্তার অবস্থা নেই। রাস্তাটি প্রশস্ত ও মাটি কেটে উচু করনের জন্য মেম্বর চেয়ারম্যান কে বহু আবেদন নিবেদ করেও কোন কাজ হয়নি। এব্যাপারে ৩নং ওয়ার্ড মেম্বর দুলাল মিয়া জানায় মাটি না পাওয়ায় রাস্তাটি উচু করা সম্ভব হয়নি। বিষয়টি চেয়ারম্যান সাহেব কে জানিয়েছি। শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান জানান, রাস্তা ও জলাবদ্ধতার বিষয়টি জেনেছি, আমরা কাজ করতে পাচ্ছিনা, কারন হচ্ছে রাস্তাটি ব্যাক্তি মালিকানা, সরকারী রেকোডি রাস্তা নয়। তবু আমি চেষ্টা করবো সকলের সাথে আলাপ করে রাস্তাটি প্রশস্ত ও মাটি কাটার কাজ করতে। এলাকাবাসী জলাবদ্ধতা ও রাস্তাটি প্রশস্ত করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট দায়িত্বরত ব্যক্তিদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও খবর

Sponsered content