অন্যান্য

কাউনিয়ায় অবসরে লাউ চাষে সাফল্য

  আব্দুর রাজ্জাক সরকার, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: 13 October 2020 , 6:56:50 প্রিন্ট সংস্করণ

কাউনিয়ায় অবসরে লাউ চাষে সাফল্য

করোনা ভাইরাসের কারণে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করে সরকার। এতে বন্ধ হয় হারাগাছ মডেল কলেজ। আর কলেজ বন্ধ থাকায় অবসর সময়কে কাজে লাগিয়ে লাউ চাষ করে আলোর মুখ দেখছে প্রভাষক এনামুল হক।
রংপুরের কাউনিয়া উপজেলার ধুমেরকুঠি দর্জি পাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে এনামুল হক। পেশায় একজন একজন প্রভাষক। তিনি চাকুরী করেন হারাগাছ মডেল কলেজে। করোনাকালে কলেজ বন্ধ থাকায় অবসর সময়কে কাজে লাগিয়ে সবজির চাহিদা পূরনের লক্ষে প্রায় ২লাখ টাকা খরচ করে নিজের ২একর জমিতে লাউ চাষ করে আলোর মুখ দেখছে।
সম্প্রতি ধুমেরকুঠি দর্জিপাড়া এলাকায় গিয়ে কথা হয় এনামুল হকের সাথে তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবত কলেজ বন্ধ। তাই বাড়িতে বসে না থেকে কৃষিতে মনোযোগ দিয়েছি। তিনি বলেন, স্থানীয় উপ সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে জমিতে লাউ চাষের পরিকল্পনা করি। তাই দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করে লাউয়ের মাচায় তিনি বাঁশের খুটির পরিবর্তে ব্যবহার করেছেন কংক্রিটের খুটি। তিনি বলেন, ২ একর জমিতে লাউ চাষ করতে এখন পর্যন্ত তার প্রায় ২লাখ টাকা খরচ হয়েছে। বর্তমান স্থানীয় বাজারে প্রতিটি লাউ ৫০টাকা করে বিক্রি হচ্ছে। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে তিনি প্রায় ৯ থেকে ১০লাখ টাকার লাউ বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা সাইয়্যেদুল ইসলাম বলেন, লাউ ক্ষেতে ফল ছিদ্রকারী পোকা যাতে আক্রমন করতে না পারে সেজন্য প্রতি তিন শতাংশে একটি করে সেক্্র ফেরোমিন ফাঁদ ব্যবহার করতে হবে। এছাড়া ফলন ফলন ঠিক রাখতে নিয়মিত ছত্রাক নাশক স্প্রে করতে হবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, কৃষক যাতে ভালো ফলন উৎপাদন করতে পারে সেজন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দেয়া আছে। তারা নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে আসছে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।