সারাদেশ

কাউনিয়ায় আলোর প্রকল্পের মিডিয়া ব্রিফিং

  মোস্তাক আহমেদ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ 17 November 2020 , 6:41:54 প্রিন্ট সংস্করণ

কাউনিয়ায় আলোর প্রকল্পের মিডিয়া ব্রিফিং

রংপুরের কাউনিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফের ‘আলো
প্রকল্পের’ কার্যক্রমের অগ্রগতি ও সাফল্য বিষয়ক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সংস্থার কার্যালয়ে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য রাখেন,
প্রেস ক্লাব সভাপতি মোস্তাক আহমেদ, সম্পাদক মিজানুর রহমান,
প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল, শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু,
অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, ইসলামিক রিলিফের প্রতিনিধি সফিউল আজম ও
গোলাম মোস্তফা প্রমুখ।

ব্রিফিং শেষে সংস্থার প্রতিনিধিরা প্রিন্ট ও
ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রকল্পের কার্যাক্রম পরিদর্শন
করেন। এসময় একাধিক এতিম শিশু পরিবারের অভিভাবকরা সাংবাদিকদের
জানান, তাদের আগে কিছুই ছিল না। ইসলামিক রিলিফ সংস্থা থেকে তাদের
আর্থিক সহয়তা ও সন্তানদের বৃত্তির ব্যবস্থা করে দেয়।

আর্থিক সহযোগিতা পেয়ে ক্ষুদ্র ব্যবসা করে তারা এখন সাবলম্বি। তারা গ্রুপ করে
নিজেরাই সঞ্চয় করছেন। ছেলেমেয়েদের পড়াশুনা করাচ্ছেন।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।