বঙ্গ ডেস্ক 23 July 2020 , 6:59:10 প্রিন্ট সংস্করণ
কাউনিয়া উপজেলা মৎস্য বিভাগ বিভিন্ন হাট বাজারে মৎস্য কর্মকর্তা মাহাবুব উল আলম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে গতকাল বুধবার বিকালে অবৈধ ১০০০ মিটার কারেন্ট জাল জব্দ করে।
মৎস্য বিভাগ জানান জব্দকৃত কারেন্ট জাল গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে সহকারী কমিশনার (ভুমি) জেসমিন নাহার এর উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, ক্ষেত্রসহকারী মোঃ আশরাফুল ইসলাম, মৎস্যজিবী সমবায় সমিতির সভাপতি ভোলারাম দাস, সাংবাদিক জহির রায়হান প্রমূখ। মৎস্য কর্মকর্তা মাহাবুব উল আলম (অঃদাঃ) জানান মৎস্য সম্পদ রক্ষায় কারেন্ট জাল নিধনে অভিযান অব্যাহত থাকবে।