সারাদেশ

কাউনিয়ায় চামড়ার বাজারে ধস মাটিতে পুঁতে ফেলছে অনেকে

  প্রতিনিধি 5 August 2020 , 11:31:22 প্রিন্ট সংস্করণ

কাউনিয়ায় চামড়ার বাজারে ধস মাটিতে পুঁতে ফেলছে অনেকে

সারাদেশের মত কাউনিয়াতেও কোরবানীর পশুর দাম নেই। চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ায় এবং বিক্রি না হওয়ায় অনেকে রাগে ক্ষোভে চামড়া মাটিতে পুতে ফেলেছে।

খোঁজ নিয়ে জানাগেছে উপজেলার বিভিন্ন এলাকায় কোরবানীর পশুর চামড়ার দাম কমে গিয়ে পানির দামে বিক্রি হচ্ছে। গরুর চামড়া প্রকার ভেদে ২শ’ থেকে সর্বচ্চো ২শ’ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অপর দিকে ছাগলের সর্বচ্চো ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। ছাগলের আকার ছোট হলে তার চামড়া একেবারেই বিক্রি না হওয়ায় তা রাগে ক্ষোভে মাটিতে পুতে ফেলেছে।

খোপাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক সরকার বলেন তার কোরবনীর ২০ কেজি ওজনের একটি খাসীর চামড়া মাদ্রাসায় দান করতে গেলে তারা নিতে অপরাগতা প্রকাশ করে। তারা জানায় দাম নেই চামড়া নিয়ে পুতে ফেলতে হবে। তিনি চামড়া ফেরত নিয়ে এসে নিজেই মাটিতে পুতে ফেলেন। কিছু কিছু মৌসুমী ব্যবসায়ী চামড়া কিনে পড়েছে বিপাকে। চামড়া রাখতেও পারছে আবার যথাযত ভাবে প্রক্রিয়াজাত করণও করতে পারছে না, তাই অনেকে চামড়া বিক্রি করতে না পেরে পথে বসতে বসেছে।

চামড়া ব্যবসায়ী জয়নাল আবেদিন বলেন গত বছরের চামড়ার বাকী টাকার অর্ধেক পেয়েছি এবার যদি আবার বাকী দেই তা হলে ব্যবসা একেবারেই বন্ধ হয়ে যাবে। ব্যবসায়ীরা বলেন সরকারী ভাবে চামড়া ক্রয়ের তড়িৎ ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।