বঙ্গ ডেস্ক 21 July 2020 , 9:27:10 প্রিন্ট সংস্করণ
কাউনিয়া উপজেলা ডেকোরেটর,লাইট ও সাউন্ড মালিক শ্রমিক কল্যান সমিতির আয়োজনে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে।
কাউনিয়ায় করোনা মহামারীজনিত কারনে ক্ষতিগ্রস্থ ডেকোরেটর, সাউন্ড ও লাইট মালিক শ্রমিকদের আর্থিক প্রনোদনা ও স্বল্প সুদে ঋণ প্রদানের দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানের পূর্বে মালিক শ্রমিকরা উপজেলার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও পথসভা করে।
পথ সভায় বক্তব্য রাখেন ডেকোরেটর মালিক সমিতির সভাপতি সফিকুল ইসলাম, সাধারন সম্পাদক বাবুল হোসেন, কোষাধ্যক্ষ সোহেল রানা, সদস্য আঃ রশিদ, বদিউজ্জামান মাষ্টার, বাবুর্চি সেলিম প্রমূখ। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে।