মোস্তাক আহমেদ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ 24 November 2020 , 5:50:40 প্রিন্ট সংস্করণ
রংপুরের কাউনিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চুরির মামলায় দুই বছর সাজা প্রাপ্ত আসামী শাহাদাত হোসেন
কে পুলিশ গ্রেফতার করেছে।
কাউনিয়া থানা সূত্রে জানাগেছে, উপজেলার সদরা তালুক গ্রামের হোসেন
আলীর পুত্র চুরি মামলায় আদালত কর্তৃক দুই বছরের সাজা প্রাপ্ত পলাতক
আসামি শাহাদত হোসেন কে সদরা তালুক এলাকা থেকে গত সোমবার রাতে
পুলিশ গ্রেফতার করে। ওসি মাসুমুর রহমান মাসুম জানান আদালত চুরির দায়ে
আসামী শাহাদত হোসেনের অনুপস্থিতিতে তাকে দুই বছর জেল ও ১ হাজার
টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল প্রদান করে। দীর্ঘদিন পলাতক থাকার পর
তাকে আমরা তাকে গ্রেফতারে সক্ষম হয়েছি।