সারাদেশ

কাউনিয়ায় প্রত্যাশার আলো সম্মাননা স্বারক পেলেন ১১ জন

  প্রতিনিধি 22 July 2020 , 8:27:08 প্রিন্ট সংস্করণ

কাউনিয়ায় প্রত্যাশার আলো সম্মাননা স্বারক পেলেন ১১ জন

ভয় কে জয় করে জীবন বাজী রেখে করোনা মোকাবেলায় লক ডাউনের ৬৬ দিন জনগনের পাশে থেকে নিরলস ভাবে কাজ করায় সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকা পরিবার গত বুধবার কাউনিয়া উপজেলার ১১ জনকে সংবর্দনা ও সম্মাননা স্বারক প্রদান করে।

কাউনিয়ায় উপজেলা পরিষদ হল রুমে সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল এর সভাপতিত্বে সংবর্দনা ও সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, নির্বাহী অফিসার উলফৎ আরা বেগম, ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, প্রেস ক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমদ প্রমূখ।

আলোচনা শেষে সম্মাননা স্বারক তুলে দেয়া হয়। বিশেষ অবদানের জন্য সম্মাননা স্বারক পেলেন যারা তারা হলেন কাউনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম, উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফুল আলম, থানা অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সামিউলি আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান, সাট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় মোঃ ফারুক হাসান, গাড়ি চালক, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় মোঃ আব্দুর রশিদ, নিরাপত্তা প্রহরী, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় মোঃ জাভেদ ওমর, অফিস সহায়ক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, মোঃ মোখলেছুর রহমান।

আগামী দিনেও তারা যেন করোনা যুদ্ধে সাধারন মানুষের পাশে থেকে অর্থনীতির চাকা গতিশীল রেখে জাতির জন্য বিশেষ ভূমিকা রাখতে পারে এটাই প্রত্যাশার আলো পত্রিকার প্রত্যাশা।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।