সারাদেশ

কাউনিয়ায় প্রভাবশালীদের কারনে ৩ একর ফসলী জমি অনাবাদি

  বঙ্গ ডেস্ক 20 July 2020 , 8:35:41 প্রিন্ট সংস্করণ

কাউনিয়ায় প্রভাবশালীদের কারনে ৩ একর ফসলী জমি অনাবাদি

করোনার করনে অর্থনীতির চাকা স্বচল রাখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এলাকার একইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। সেই নির্দেশ উপক্ষো করে কাউনিয়ায় প্রভাবশালীদের পেশি শক্তির কারনে প্রায় ৩ একর ফসলী জমি অনাবাদি পড়ে রয়েছে।

সরেজমিনে উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু গ্রামে গিয়ে দেখা গেছে হেদায়েত উল্যাহ ঢালির ২ একর ৭৭ শতক জমি অনাবাদি হয়ে পড়ে রয়েছে। জনাগেছে জেএল নং-৬০, খতিয়ান নং- এসএ-১৩০৫, বুজারত-২৯৩৯, সাবেক দাগ-২১৭৩, হালদাগ-৩০৮৮, জমি ডাঙ্গা ২.৭৭ একর জমির মধ্যে উপজেলার নিজপাড়া গ্রামের আসাদুল ইসলাম এর স্ত্রী ৩৪ শতক জমি ক্রয় করে চাষ করে আসছিল। এরই মধ্যে এলাকার প্রভাবশালী পেশী শক্তির অধিকারী লালমিয়া সিকদার ও আজিজুল সিকদারগং হঠাৎ করে অংশিদারী দাবী করে জমিতে চাষাবাদ বন্ধ করে দেয়। তারা জমিতে নামলে জানে মেরে ফেলবে বলে হুমকিও দেয়। তাদের পেশি শক্তির কাছে নিরিহ প্রকৃত জমির মালিকগন অসহায় হয়ে পড়েছে। এ ব্যাপারে হেদায়েত উল্যাহ ঢালির পুত্র তাজুল ইসলাম ও জয়নাল কুর্শা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সরকার এর কাছে বেশ কয়েকবার সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করে কোন ফল পায়নি। চেয়ারম্যান শুধু কাগজ দেখে দুই বছর আগে একবার জমির ফসল কেটে তার আওতায় নিয়ে রাখেন, সেই ফসল এখন কোথায় তাও তারা জানে না। লালমিয়া সিকদার ও আজিজুল সিকদারগং দের কোন কাগজ পত্র না থাকলেও পেশি শক্তির কারনে তারা জমির প্রকৃত মালিকদের জমিতে নামতে দেয়না।

এ ব্যাপারে কুর্শা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সরকারের কাছে জানতে চাইলে তিনি জানান এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। ২ একর ৭৭ শতক থেকে ৩৪ শতক বৈধ দলিল মূলে ক্রয়কৃত জমির মালিক উম্মেহানী তার বৈধ কাগজের জমি উদ্ধার করে চাষের আওতায় আনার ব্যবস্থা করে দেয়ার জন্য কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেছেন।

এব্যাপারে লালমিয়া গংদের কাছে জানতে চাইলে তারা জানায় আমরা কোর্টে মামলা করেছি, যা বলার কোর্টে বলবো, সাংবাদিকদের কিছু বলবো না।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম জানান, একটি আবেদন পেয়েছি, আবেদনটি সরেজমিনে দেখার জন্য থানায় পাঠিয়েছি। দেশের এই অবস্থায় কোন জমি অনাবাদি থাকা দুঃখ জনক। যদিও এটি ব্যাক্তি মালিকানার জমি তবুও আমি চেষ্টা করবো এর একটা সমাধারন করে চাষের আনার। প্রকৃত জমির মালিকরা বিষয়টি সুষ্ঠু তদন্তকরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।