অন্যান্য

কাউনিয়ায় বছর জুড়ে মাতৃত্বভাতা না পাওয়ায় মানববন্ধন

  মোস্তাক আহমেদ (কাউনিয়া , রংপুর) 24 August 2020 , 4:57:20 প্রিন্ট সংস্করণ

কাউনিয়ায় বছর জুড়ে মাতৃত্বভাতা না পাওয়ায় মানববন্ধন

রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া  ইউনিয়নের৬০জন মহিলা মাতৃত্বভাতা ১বছর থেকে না পাওয়ায় গতকাল উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে সুষ্ঠু বিচারের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করে।

ভুক্তভোগীরা জানায় কাউনিয়া বালাপাড়া ইউনিয়নে ৮০জন মহিলা মাতৃত্বভাতা ভোগী হিসেবে নির্বাচিত হয়। এর মধ্যে ২০জন সঠিক নিয়মে ভাতা পেলেও দীর্ঘ ১বছরের ভাতার টাকা ৬০জন মহিলা পায়নি। এ নিয়ে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরে মহিলারা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে কোন সমাধান না পেয়ে তারা তাদের ন্যয্য পাওনা আদায়ে মানববন্ধন করে। তারা জানায় তাদের প্রপ্য ৫ লাখ ৭৬ হাজার টাকা গেল কোথায় ? এর সুষ্ঠু সমাধান না করা হলে তারা বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন। এ সময় তাদের সাথে ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার ও পুরষ মেম্বররা যোগ দেন।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।