সারাদেশ

কাউনিয়ায় বন্যায় ভেসে গেছে ১৭৯টি মাছের খামার

  বঙ্গ ডেস্ক 4 August 2020 , 9:25:37 প্রিন্ট সংস্করণ

কাউনিয়ায় বন্যায় ভেসে গেছে ১৭৯টি মাছের খামার

রংপুরের কাউনিয়ায় দুই দফা বন্যায় ছোট বড় ১৭৯ জন চাষির মাছের খামারের মাছ ভেসে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন দপ্তরের সরকারী প্রনোদনা থাকলেও কাউনিয়া উপজেলা মৎস্য বিভাগ থেকে ক্ষতিগ্রস্ত কোন মৎস্য চাষি বা খামারীরা আজ পর্যন্ত কোন সরকারী প্রনোদনা পায় নি।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে দুই দফা বন্যায় অধিকাংশ মাছের খামার বিশেষ করে বালাপাড়া ও টেপামধুপুর ইউনিয়নের পুকুর ও জলাশয় থেকে মাছ ভেসে গেছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাগেছে এবারের ২ দফা বন্যায় ২৮.৪৬ হেক্টর জমির ১২.০৮ মেঃটন মাছ ও ৩.৪২ মেঃটন পোনা মাছ ভেসে গেছে। যার মূল্য মাছ ২০লাখ ৪১হাজার ৩শ’ ৬০ এবং পোনা মাছ ৬লাখ ৮৪ হাজার টাকা মোট ২৭ লাখ ২৫ হাজার ৩শ’ ৭টাকা।

বালপাড়া ইউপির নিজপাড়া থলের দোলায় মাছের খামারি আঃ সামাদ জানায় বন্যায় তার প্রায় ৩ লাখ টাকার মাছ ভেসে গেছে, মৎস্য বিভাগ বা সরকারী ভাবে কোন সহযোগিতা পায়নি সে, তার এখন পথে বসে যাওয়া অবস্থা। একই কথা জানালেন আরাজি হরিশ্বর গ্রামের শফিকুল ও টেপামধুপুর ইউনিয়নের জিগাবাড়ি গ্রামের জয়েন উদ্দিন। তাদের প্রায় ১লাখ টাকার মাছ ভেসে গেছে। তারা ক্ষোভ প্রকাশ করে জানান, সরকার আমাদের মাছের উৎপাদন বাড়াতে বলে, আমাদের বন্যায় এতো বড় ক্ষতি হয়ে গেলো কেউ কোন সহযোগিতা করলো না। আমাদের মতো অনেকেই পথে বসে যাওয়ার উপক্রম।

এব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব উল আলম জানান কাউনিয়ায় দুই দফা বন্যায় ১৭৯ জন চাষির ক্ষতি হয়েছে। আমরা তালিকা তৈরী করে উর্ধতন কতর্ৃপক্ষের কাছে পাঠিয়েছি, এখন পর্যন্ত কোন সহযোগিতা পাইনি। সরকারী সহযোগিতা আসামাত্রই আমরা তা চাষিদের মাঝে দিয়ে দিব। কাউনিয়ায় মৎস্য উৎপাদন স্বাভাবিক রাখতে ও চাষিদের উৎসাহিত করতে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের সরকারী প্রনোদনা দেয়া প্রয়োজন বলে বিজ্ঞ মহল মনে করছেন।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।