বঙ্গ ডেস্কঃ 26 July 2020 , 7:36:01 প্রিন্ট সংস্করণ
কাউনিয়ার কুর্শা ইউপির পশ্চিম চাঁদঘাট গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে (বিজলী পড়ে) শনিবার দুপুরে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানাগেছে, কুর্শা ইউনিয়নের পশ্চিম চাঁদ গ্রামের বাসিন্দা আবুল বাসারের কন্যা শিবু কুন্টিরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী মিম আক্তার (১০) বাড়ীর পাশে বৃষ্টিতে ভিজে ভাই সহ বাড়ির পার্শের ক্ষেতে মাছ ধরার সময় বিজলী চমকিয়ে বিদ্যুত স্পৃষ্টে গুরুতর আহত হয়। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় দ্রুত কাউনিয়া মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করে। তবে একই সঙ্গে থাকা ভাই অক্ষত রয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কুর্শা ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।